ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯

ভারতকে ৪ উইকেটে হারিয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচে ভারতের ছোট পুঁজি তাড়া করতে নেমে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায় ৪৩ বল ও ৪ উইকেট হাতে রেখে। 

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২.৪ ওভারে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় ভারত।দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মুরুগান অভিষেক। এছাড়া ৫০ রান আসে মুশির খানের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২ রতানে প্রথম ও ২১ রানে দ্বিতীয় উইকেট হারানো টাইগাররা আগের তিন ম্যাচের জয়ের নায়ক আহসিকুর রহমান শিবলিকেও হারিয়ে ফেলে ৩৪ রানে।

এতে হারের শঙ্কা জেগে উঠলেও শক্ত হাতে বিপর্যয় প্রতিরোধ করেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১৬৮ রানের দুর্দান্ত জুটি। ৪২.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখে টাইগাররা পৌঁছে যায় জয়ের বন্দরে। 



আপনার মূল্যবান মতামত দিন: