ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডে জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৮:৩৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৮:৩৪

পরাজয় নিশ্চিত জেনে এলিজ-মারি মার্কস ধৈর্য্য রাখতে পারলেন না। নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া নাহিদা আক্তারের করা বলটি এগিয়ে এসে মারতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান করা এই ব্যাটার। তার ব্যাট ফাঁকি দেয়া বল গ্লাভসে জমতেই উইকেট ভাঙতে দেরি করেননি নিগার সুলতানা। দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডে জয়ের রেকর্ড বাংলাদেশের মেয়েদের।

উইমেনস চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে আগে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ।

রান তাড়ায় নেমে প্রথম ৯ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে একবারে সুবিধা করতে পারেনি প্রোটিয়া মেয়েরা। তাদের ইনিংস থামে ১৩১ রানে।

বাংলাদেশের হয়ে নিহাদা ৩, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও সুলতানা খাতুন ২টি করে উইকেট নেন। 



আপনার মূল্যবান মতামত দিন: