
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ওভাল ইউনিভার্সিটি মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ একাধিকবার জিতলেও তাদের মাটিতে এর আগে ১৬টি ওয়ানডে খেলে একটিও জিততে পারেনি টাইগাররা। এবার সেই বৃত্ত খুলতে চায় শান্ত-মিরাজরা।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় মূল ম্যাচের আগে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শান্ত।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।
আপনার মূল্যবান মতামত দিন: