ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬:২০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬:২০

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত কয়েক বছর ধরেই আধিপত্য বসুন্ধরা কিংসের। সেই ধারাবাহিকতা আরও একবার বজায় রাখল দলটি। মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে কিংস।

আজ সোমবার স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল কিংস। এমানুয়েলের গোলে সাদা-কালোরা এগিয়ে গেলেও কিংসকে ম্যাচে ফেরান রাকিব হোসেন। আর শিরোপা নিশ্চিতের গোলটি করেন দরিয়েলতন গোমেজ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছিল। ফাইনাল দেখতে গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। সমর্থকদের হতাশ করেনি দুই দল। ফাইনালে উপভোগ্য একটি ম্যাচই উপহার দিয়েছে কিংস ও মোহামেডান।



আপনার মূল্যবান মতামত দিন: