ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

২৪ কোটি ৭৫ লাখ রুপিতে আইপিএলে সর্বোচ্চ দামি খেলোয়াড় স্টার্ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৪

কিছুক্ষণ আগেই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল হায়দ্রাবাদ।

তবে কামিন্সের রেকর্ড দীর্ঘস্থায়ী হয়নি। ঘণ্টার ব্যবধানেই এখন আইপিএলের সবেচেয়ে দামি ক্রিকেটার কামিন্সের সতীর্থ মিচেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইটরাইডার্স। আর কলকাতার এই দামে ভেঙেছে আইপিএলের সর্বকালের রেকর্ড।

দুই কোটি ভিত্তিমূল্যের স্টার্ককে নিয়ে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে দীর্ঘ একটা লড়াই চলে। দাম যখন ৯ কোটি ৮০ লাখ রুপিতে ওঠে, তখন কলকাতা নিজেদের উপস্থিতি জানান দেয়। নিলাম টেবিলে তখন গুজরাটও অংশ নেয়। শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নেয় কলকাতা।



আপনার মূল্যবান মতামত দিন: