
ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার শাদাব খানের। স্কোয়াড ঘোষণার পরদিনই বুধবার (২০ ডিসেম্বর) শাদাবকে সম্মানজনক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদ দিয়েছে পাঞ্জাব প্রশাসন।
পাঞ্জাব পুলিশের ডিএসপি পদ পাওয়ার বিষয়টি সামাজি যোগাযোগমাধ্যম এক্সে নিজেই জানিয়েছেন শাদাব। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাঞ্জাব রাজ্য পুলিশের প্রধান ড. উসমান আনওয়ার তাকে সম্মানজনক ডিএসপি পদ দিয়েছেন। শাদাব চাইলে পুলিশের যে কোনো বিভাগে কাজ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে।
আপনার মূল্যবান মতামত দিন: