ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টিতে তামিমকে পেছনে ফেললেন লিটন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:০০

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে শান্তর দল। সে ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেছেন লিটন দাস। ছিলেন ৪২ রানে অপরাজিত। এই রান-ই লিটনকে তামিম ইকবাল থেকে এগিয়ে যেতে সাহায্য করে।

লিটনের ৪২ রানের অপরাজিত ইনিংসটি তাকে বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় তিনে নিয়ে গেছে। গতকালের ম্যাচের আগ পর্যন্ত এই তালিকায় তিন নম্বরে ছিলেন তামিম ইকবাল।

টি-টোয়েন্টিতে ৭৩ ইনিংস খেলা লিটনের রান সংখ্যা এখন ১৭১২। এক ধাপ নিচে নামা তামিমের সংগ্রহে ৭৪ ইনিংসে ১৭০১ রান। বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ দুইয়ে রয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।


আপনার মূল্যবান মতামত দিন: