ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৩

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউইরা। ম্যাচের ১১ ওভার শেষে বৃষ্টি নামে। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে ১১ ওভারে ২ উইকেট ৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচটি। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। 



আপনার মূল্যবান মতামত দিন: