
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের বিবেচনায় ২০২৩ সালের ছেলে ও মেয়েদের বিভিন্ন ফরম্যাটের বর্ষসেরা দল ঘোষণা করেছে। মেয়েদের ওয়ানডে দলে আছেন বাংলাদেশের নাহিদা আক্তার। বছর জুড়েই ভাল খেলা এই স্পিনার গত নভেম্বরে আইসিসির মাসসেরা ক্রিকেটারও হয়েছিলেন।
মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দল : চামারি আতাপাত্তু, বেথ মুনি, সোফি ডেভিন, অ্যামেলিয়া কের, ন্যাট শিভার-ব্রান্ট, মারিয়েন ক্যাপ, অ্যাশলি গার্ডনার, এনাবেল সাদারল্যান্ড, নাডিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লেয়া তাহুহু।
আপনার মূল্যবান মতামত দিন: