ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দলের পারফরম্যান্সে খুশি কোচ হাতুরাসিংহে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৮

ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিম ছাড়া এবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলটা তুলনামূলক তরুণই বলা যায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলই নিউজিল্যান্ডে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় এনে দিয়েছে বাংলাদেশকে। আজ প্রথমবার সিরিজ জয়েরও সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

যদিও শেষ পর্যন্ত আশা জাগিয়ে শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহের সুরে কিছুটা আক্ষেপ থাকলেও দলের পারফরম্যান্সে খুশি তিনি, ‘সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে এখানে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।’

তরুণ দলটার কোনো ভয় নেই জানিয়ে হাতুরাসিংহে যোগ করেন, ‘আমার মনে হয় ক্রিকেটারদের মানসিকতা, এই তরুণ দলটার কোনো ভয় নেই।



আপনার মূল্যবান মতামত দিন: