
নিউজিল্যান্ডে নিজেদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় সফর কাটিয়ে কাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ব্যক্তিগতভাবেও দারুণ একটা সফর গেছে পেসার শরিফুল ইসলামের। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই দলের সেরা বোলার ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে তো সিরিজসেরাও হয়েছেন।
তবে দল হিসেবে সিরিজটা আরেকটু ভালো করতে না পারার আক্ষেপ আছে শরিফুলের, ‘আমার খুব ভালো গেছে। কিন্তু আমরা যদি দলগতভাবে আরেকটু ভালো করতে পারতাম, তাহলে আরো ভালো লাগত। যদিও খুব ভালো একটা সিরিজ গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: