ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৪ ১১:৩৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৪ ১১:৩৫

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে 'ডি' গ্রুপে, যা মোট ৫টি গ্রুপের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। ভারত ওপাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পড়েছে একই গ্রুপে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে একই গ্রুপে আছে আফগানিস্তান।

প্রতি গ্রুপ থেকে ২টি করে দল পাবে সুপার এইটের টিকিট। দর্শকদের টিকিট কেটে রাখা ও আবাসন সুবিধার কথা চিন্তা করে আগে থেকেই কয়েকটি দলের সুপার এইটের ভেন্যু চূড়ান্ত করে রাখা হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে উঠলে যুক্তরাষ্ট্রে এবং পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটে উঠলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে।

বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওয়েস্ট ইন্ডিজে ও গ্রুপ রানার-আপ হলে যুক্তরাষ্ট্রে সুপার এইটের ম্যাচগুলো খেলবে।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং

গ্রুপ 'এ' : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র  

গ্রুপ 'বি' : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

গ্রুপ 'সি' : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি

গ্রুপ 'ডি' : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল



আপনার মূল্যবান মতামত দিন: