ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ১৬:২৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ১৬:২৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মূলত আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর।

মঙ্গলবার নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল ১১টা ৩০ মিনিট থেকে অনুশীলন শুরু করে রংপুর। শুরুতে না থাকলেও দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রংপুরের অনুশীলনে যোগ দেন সাকিব আল হাসান। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

আজ প্রথমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যান সাকিব। যদিও সেখানে রানিং কিংবা ব্যাটিং কিছুই করেননি। মিরপুর থেকে সরাসরি রংপুরের অনুশীলনে এসেছেন এই অলরাউন্ডার। 



আপনার মূল্যবান মতামত দিন: