ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাকিব-মাশরাফিকে সংবর্ধনার পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ১৭:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ১৭:১৩

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।

বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে টানা দ্বিতীয়বার সংসদ নির্বাচনে জয়ী হয়েছে মাশরাফি। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, ঘরোয়া লিগেও নিয়মিত খেলছেন। এ দু’জন নতুন করে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেবে বিসিবি।    

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাদের দু’জনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনো ঠিক করিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: