ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বরিশালের হয়ে মাঠ মাতাবেন কিলার মিলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ২০:৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ২০:৫০

তারকায় ঠাসা দলে বরিশালের নতুন সংযোজন ডেভিড মিলার৷ প্রথমবারের মত সাইলেন্ট কিলার ও কিলার মিলারকে একই সাথে ফিনিশার রোলে দেখবে ভক্তরা। এছাড়াও সতীর্থ হিসেবে পাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিনকে। কিলার মিলার যোগ হওয়ায় এবার ফরচুন বরিশালের শক্তিমত্তা বাড়লো আরও বেশি ফরচুন বরিশাল।

এই দলে জাতীয় দলের তিন পান্ডব এবার মাঠ কাপাবেন৷ অধিনায়ক হিসেবে থাকছেন তামিম ইকবাল খান। সাথে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ!

এই তিন পান্ডব ছাড়া আছেন সৌম্য সরকারের মত ব্যাটারও। এছাড়াও আছেন মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনের মত অলরাউন্ডার। 



আপনার মূল্যবান মতামত দিন: