
রাজস্ব বা লভ্যাংশ বণ্টনের দাবি উঠেছে বেশ জোরেশোরেই। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এটা অবশ্য নতুন কিছু নয়, সূচনালগ্ন থেকে এমন অনেক বিতর্ক আর সমালোচনা সঙ্গী করেই সম্মুখে চলছে বিপিএল।
এক এক করে ৯টি আসর গত হয়েছে, আজ পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির দশম আসরের। সবকিছু প্রস্তুত। যদিও উদ্বোধনের আনুষ্ঠানিকতা বলতে কিছু থাকছে না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়েই শুরু হয়ে যাবে ঘরোয়া ক্রিকেটের সবথেকে জৌলুসপূর্ণ টুর্নামেন্টটি।
ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে হবে ৪৩ দিনের টুর্নামেন্ট। তিন ভেন্যুতে হবে ৪৬ ম্যাচ, শুরুর মতো এর শেষটি অর্থাৎ ১ মার্চের ফাইনালও হবে মিরপুর শেরেবাংলায়
আপনার মূল্যবান মতামত দিন: