
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চতুর্থ ম্যাচে দুরন্ত ঢাকার বিপক্ষে হেসে খেলেই জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল চট্টগ্রাম।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দুরুন্ত ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। আগে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন ইরফান শুক্কুর ও শ্রীলংকান ব্যাটসম্যান লাসিথ ক্রসপুলে। তারা দুইজনে ৭৩ রানের জুটি গড়েন। এই জুটির কল্যাণে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয় ঢাকা।
১২০ বলে ১৩৭ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
আপনার মূল্যবান মতামত দিন: