
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে। তিনি বলেন, কোন বিশেষ ফেডারেশনের জন্য নয়, ক্রীড়ার সকল ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করা হবে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন নাজমুল।
এ সময়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: