গত সোমবার ভোজ্য তেল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রমজানে সবচেয়ে বেশি ব্যবহৃত এসব পণ্যের শুল্ক ও কর কমলে ভোক্তা পর্যায়ে দাম কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক হ্রাসের ব্যাপারে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর জন্য আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি।’
আপনার মূল্যবান মতামত দিন: