
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টুনামেন্টে ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ১-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন সাগরীকা।
পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে হারিয়েছে তারা। ৪ ফেব্রুয়ারি নেপালের প্রতিপক্ষ ভুটান আর আরেক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর ৬ ফেব্রুয়ারি এক ম্যাচে ভারত লড়বে নেপালের বিপক্ষে আর আরেক ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।
চার দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
আপনার মূল্যবান মতামত দিন: