ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

টেস্ট খেলতে চান না তাসকিন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪০

কাঁধের চোটের উন্নতি না হওয়া অবধি টেস্ট খেলতে চান না তাসকিন। জানিয়েছেন, তার ইনজুরি কতটা গুরুতর এর প্রমাণ আছে বোর্ডের কাছে।

বুধবার দুর্দান্ত ঢাকার সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ম্যাচের পর এই পেসার বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে। ’

‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়।

বোর্ডের কাছ থেকে কোনো উত্তর পেয়েছেন কি না প্রশ্নে তাসকিন বলেন, ‘বলছে বিপিএলের পর কোচ আসলে সবাই মিলে বসবে। 



আপনার মূল্যবান মতামত দিন: