ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

খুলনায় ট্রাকচাপা : ৫ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৭

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাকের চাপায় ইজি বাইকের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩),  শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজি বাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), অজ্ঞাত নারী (২৬) ও অন্বী বিশ্বাস (২)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাকচাপায় ইজি বাইকের পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: