odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

কোনো রাজনৈতিক দলকে নিশ্চহ্ন করার মাথাব্যাথা আওয়ামী লীগের নেই : নানক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ February ২০২৪ ১৯:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ February ২০২৪ ১৯:১৫

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : বিএনপি নেতা পলাতক দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বিএনপি দলটাকে ধ্বংস করছে লন্ডনে বসে দন্ডপ্রাপ্ত  আসামি তারেক রহমান। বিএনপি নেতাদের বলতে চাই- আপনারা আসল তথ্য বের করুন, আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা  এ বিষগুলো আলোচনা করুন। নয়তবা তারেক রহমান এ দলটিকে নিশ্চহ্ন করে দিবে।  বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলকে নিশ্চহ্ন করার মাথাব্যাথা আওয়ামী লীগের নেই।

বিএনপি নেতা ড. মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়।  বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ  হন, তবে তাদের ধ্বংস অনিবার্য।



আপনার মূল্যবান মতামত দিন: