
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পৃথক আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। পৃথক দুটি দিবস উপলক্ষে ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উপজেলা প্রশাসন এবং পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালী বেরা করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: