
আইনশৃঙ্খলা রক্ষা, আসামি তামিল, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের তিনটি বিষয়ে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরষ্কৃত হয়েছেন লামনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক। এছাড়া ওসি ও এএসআই পদে জেলার আরো দুই পুলিশ কর্মকর্তাও শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পুরষ্কৃত হন। সোমবার দুপুরের দিকে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম’র নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদরে হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ৬ষ্ঠ বারের মত পুরষ্কার পান। জেলার আরো দুই ওসি ও এএসআই পদে সেরা পুলিশ হলেন, ৩য় বারের মত লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম, সদর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোস্তাফিজুর রহমান। এ সময় অতিরিক্ত ডিআইজি( অপরাধ ও অভিযান) চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম(বার), রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, লামনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিমসহ রংপুর জেলার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসান মাহমুদ। জেলা প্রতিনিধি, লালমনিরহাট।
আপনার মূল্যবান মতামত দিন: