ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৪ ২৩:২৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ মার্চ ২০২৪ ২৩:২৬

গ্যালারি জুড়ে সুনসান নীরবতা! ‘মৃত’ ম্যাচটা জয়ের কাছাকাছি নিয়ে এসে যে ফিরছেন জাকের আলী অনিক। জয় থেকে তখন বাংলাদেশ ১০ রান দূরে। হাতে আরো তিন বল। উইকেটে দুই টেলএন্ডার ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জাকের জানতেন ওই মুহূর্তে কাউকে যদি ম্যাচটা শেষ করতে হতো, সেটা তিনি। শরিফুল তাও মুখোমুখি প্রথম বলেই চার মারলেন। পরের বলে বাই থেকে ১ রান। শেষ বলেও তাসকিন ১ রানের বেশি নিতে পারলেন না।

বাংলাদেশ ম্যাচ হারল ৩ রানে। তীরে এসে তরি ডোবার মতোই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হারল বাংলাদেশ। অথচ ম্যাচটা এত দূর আসতে নাও পারত! 



আপনার মূল্যবান মতামত দিন: