ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এলপিজি ব্যবহারে সচেতনতা বাড়ানোর আহবান জানালেন শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪ ২১:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৪ ২১:২১

৭ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এলপিজি ব্যবহারে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়েছেন।

তিনি বলেন, সারা দেশে এখন এলপিজি’র ব্যবহার বাড়ছে। কিন্তু যারা এই সিলিন্ডার ইন্সটলের কাজ করেন, তাদের যদি দক্ষতা না থাকে, তাদের অল্প টাকা দিয়ে যদি ইঞ্জিনিয়ারের কাজ করানো হয়, তাহলে তো ভালো হবে না। যেভাবে এলপিজি’র ব্যবহার বেড়েছে, সেভাবে কিন্তু সচেতনতা বাড়েনি। এজন্য মন্ত্রী এলপিজি ব্যবহারে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়েছেন। 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বুধবার সন্ধ্যায় রাজধানীর রমনাস্থ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ‘এলপিজি ইন্ড্রাস্ট্রি:  কমপ্লায়েন্স সেফটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: