
১৮ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক): গাজীপুরে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়াঁলো ১০ জন। নিহত জহিরুল ইসলামের (৩২) শরীরের ৫৮ শতাংশ, মোতালেবের ( ৪৮) ৯৫ শতাংশ, মো. সোলায়মানের (৬) ৮০ শতাংশ ও রাব্বির (১৩) ৯০ শতাংশ দগ্ধ হয়।
রোববার (১৭ মার্চ) রাত ১২ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে মোতালেব, জহিরুল ইসলাম, সোলায়মান, ও রাব্বি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ৪ জন নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরো বলেন, এ পর্যন্ত নারী ও শিশুসহ ১০জন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরো ২২ জন তাদের অবস্থাও আশঙ্কাজনক।
আপনার মূল্যবান মতামত দিন: