ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আগের দুই শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১৪:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১৪:১০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দু’টি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

আজ বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

আইনমন্ত্রী বলেন, ‘আগের শর্তে তার (খালেদা জিয়া) মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেয়া হয়েছে। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই। দেশেই তাকে চিকিৎসা নিতে হবে। ’



আপনার মূল্যবান মতামত দিন: