
ঈদ যাত্রাকে ঘিরে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ৩ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রা শুরু হবে। সোমবার (২৫ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হচ্ছে ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট।
আজ দুপুর ২টার আগ পর্যন্ত পাওয়া যাবে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। আর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।
আপনার মূল্যবান মতামত দিন: