ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বে রোল মডেল হবে : ইসি আহসান হাবিব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৪ ১৯:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৪ ১৯:৩৬

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, সকল বিতর্ক-সমালোচনা থেকে ঘুরে দাঁড়িয়ে নির্বাচন কমিশন দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে।

তিনি বলেন, ভোটে অংশগ্রহণকারীদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পেরেছে নির্বাচন কমিশন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদরা ভোটারদের কাছে যেতে পারছেন।

বৃহস্পতিবার যশোর শিল্পকলা এলাকাডেমি মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: