ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নির্বাচনে অংশ নেওয়া, না নেওয়া দলীয় স্বাধীনতা : ইসি রাশেদা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৪ ১৮:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৪ ১৮:৫৫

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, দেশে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনতা আছে নির্বাচনে অংশ নেওয়া, না নেওয়া। এটা তাদের দলীয় স্বাধীনতা। সেখানে কারও হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। আমরা সব সময় বিভিন্ন আহ্বান জানিয়েছি, যাতে নির্বাচনে অংশ নেয়।

রবিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: