
রেলওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ টিকিট।
শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩-এর এএসপি আরিফুর রহমান জানান, রেলওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে আটজন এবং ঠাকুরগাঁও থেকে দুইজন কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক রেলওয়ে টিকিট জব্দ ও আলামত উদ্ধার করা হয়।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত ঘটনা জানানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: