ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দিনাজপুরে তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০১৮ ১৩:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০১৮ ১৩:২৪

শীতে কাঁপছে উত্তরবঙ্গ । আজ রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।বিগত কয়েকদিন ধরে কুয়াশার পাশাপাশি শীতল বাতাস দিনাজপুরের ওপর দিয়ে বইছে।দিন যত যায় শীতের তীব্রতা তত বাড়ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মো. আজাদুল হক মণ্ডল এ জানতে চাইলে জানান, রোববার সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দিনাজপুরে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিনদিন থাকবে।

জেলায় সকাল থেকে বেলা গড়িয়ে দুপুরেও দেখা মিলছে না সূর্যের। দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকদিনের শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের নিত্যদিনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় জেলার শ্রমজীবী ও ছিন্নমূল পর্যায়ের মানুষরা পড়েছে দুর্ভোগে। ছিন্নমূল মানুষেরা গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে জেলার বোরো ও সবজি চাষ হুমকির মধ্যে পড়েছে। সঠিক যত্ন না নিতে পারলে এবার জেলার কৃষি বিভাগে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা মিলবে।

দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের সবজি চাষী আলতাফ হোসেন জানান, গত কয়েকদিনে শীতের দাপট বেশি। ফসল রক্ষার্থে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক প্রয়োগ করছি। ফসল টিকলেও খরচ গুণতে হচ্ছে অনেক বেশি। এদিকে শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। আক্রান্তদের অনেকেই ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সব বয়সের মানুষদের এই তীব্র শীতে সতর্ক থেকে চলাচল করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।



আপনার মূল্যবান মতামত দিন: