ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৮ ২১:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৮ ২১:২০


হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার সদর উপজেলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।এর আগে মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃকতরা হলেন, সদর উপজেলার মেঘারাম কুড়–ল কালীবাড়ি এলাকার আইনদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম(৩৫) ও একই এলাকার জব্বার আলীর পুত্র সবুজ মিয়া(২৮)।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক(এসআই) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরের দিকে তাদেকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: