
আন্তর্জাতিক ডেক্সঃ ওডিশা উপকূলের আবদুল কালাম আইল্যান্ড থেকে দীর্ঘতম পাল্লার ভারতীয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পূর্ণ হল । বৃহস্পতিবার সকালে পঞ্চম বারের জন্য অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ছুড়ল ভারত। ৫৫০০ থেকে ৫৮০০ কিলোমিটার দূরে পরমাণু আক্রমণে সক্ষম ভারতের এই ক্ষেপণাস্ত্র।
তবে, এ বারের উৎক্ষেপণের সঙ্গে আগের উৎক্ষেপণগুলির পার্থক্য রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। এর আগের চার বার নির্মাতা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) অগ্নি-৫ ছুড়েছিল। এই প্রথম বার অগ্নি-৫ ছোড়া হল ভারতীয় বাহিনীর পরমাণু অস্ত্রাগারের নিয়ন্ত্রক স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ড-এর (এসএফসি) তরফ থেকে।
আপনার মূল্যবান মতামত দিন: