
কিছু মানুষ আছেন, যারা তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্যই পৃথিবীতে আসেন। সামাজিক ও পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশপাশের সবাইকে। পঙ্কিলতা তাদের কখনো স্পর্শ করে না। তাদের মন হয় কলুষমুক্ত।
নিষ্পাপ এবং কর্মদক্ষতা যাদের প্রধান শক্তি ঠিক সেরকম একজন মানুষ ফজলুর রহমান ফয়সাল। কর্মগুনে ও নিজ প্রচেষ্টায় ১৮ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শফিকুর রহমান ও আয়েশা খাতুনের গর্বিত সন্তান ফজলুর রহমান ফয়সাল।
১৯৮৪ সাল এর ১ জুন সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুর রহমান। ছোটবেলা থেকেই স্পষ্টবাদী তিনি। স্বপ্ন দেখতেন বড় কিছু হওয়ার এবং দেশের জন্য কিছু করার। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কি আর হয়? তা বাস্তবায়নের জন্য করতে হয় অধ্যবসায়।
জীবনের শৈশবে বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ধাপ শেষ করে ওই বিদ্যালয় থেকে ২০০০ সালে এসএসসি পাস করেন এই স্বপ্নরাজ স্পষ্টবাদী বালক। এরপর ভর্তি হন ঢাকা সিটি কলেজে। সেখান থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনসস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স করেন। এসময় তিনি ‘বাঁধন’র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ফজলুর রহমান ফয়সাল নিজে বড় হওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য মনস্থির করলেন ‘মাস্টার অফ পুলিশ সাইন্স’ সম্পন্ন করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও ‘মাস্টার্স অফ পুলিশ সাইন্স’ করেন। তারপরই দেখতে থাকেন কাঙ্ক্ষিত আলোর মুখ। ৩০তম বিসিএসে অংশগ্রহণের মাধ্যমে ‘এএসপি’ পদে ২০১২ সালে যোগদান করেন বাংলাদেশ পুলিশে।
এরপর কর্মগুনে ২০১৬ সালে পুলিশের এলিট ফোর্স ‘র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)’ এ সিনিয়র এএসপি পদে পদোন্নতি পান। কর্ম দক্ষতায় এ বছর ১৮ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি পান।
ফজলুর ফয়সালের বাবা শফিকুর রহমান জানান, আমি সাধারণ বীমা করপোরেশনের ডেপুটি ম্যানেজার ছিলাম। বড় কর্মকর্তাদের দেখে স্বপ্ন দেখতাম আমার ছেলেও একদিন অনেক বড় হবে। আজ আমি সত্যিই খুব আনন্দিত। এসময় সে যেন সততার সাথে দায়িত্ব পালন ও আরো ভালো কিছু করতে পারে সেজন্য সবার কাছে দোয়া চান বাবা শফিকুর।
এ বিষয়ে ফজলুর রহমান ফয়সাল বলেন, সবই আল্লাহর কৃপা ও আমার মা-বাবার দোয়া। আমি ছোটবেলা থেকে দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখতাম। এখন যেহেতু সুযোগ পেয়েছি দোয়া করবেন যেনো ভালো কিছু করতে পারি।
আপনার মূল্যবান মতামত দিন: