ঢাকা | বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ক্যান্সার শনাক্ত রক্ত পরীক্ষায়

JK | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৮ ০৭:১০

JK
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৮ ০৭:১০

এবার এক রক্ত পরীক্ষা থেকেই বিভিন্ন ধরনের ক্যান্সার শনাক্ত করে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চিকিৎসা বিজ্ঞানে এমন যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেছেন ।

 তাঁরা এ পদ্ধতি ব্যবহার করে ক্যান্সারের আটটি সাধারণ ধরন খুঁজে পেয়েছেন। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার চিহ্নিত করে জীবন বাঁচানোর  লক্ষ্যে গবেষকরা এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। তাঁদের এ আবিষ্কারকে বিজ্ঞানীরা খুবই চমকপ্রদ বলে মনে করছেন।

গবেষকদলটি জানান, ডিম্বাশয়, পাকস্থলী, অগ্ন্যাশয়, খাদ্যনালি, মলাশয়, ফুসফুস বা স্তন ক্যান্সারে আক্রান্ত—এমন এক হাজার রোগীর ওপর পরীক্ষামূলকভাবে  পদ্ধতিটি প্রয়োগ করে। এ পরীক্ষায় ৭০ শতাংশ ক্যান্সারই শনাক্ত করা গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের ডাক্তার ক্রিশ্চিয়ান টমাসেট্টি বিবিসিকে বলেন, আমি মনে করি, ক্যান্সারে আক্রান্তদের মৃত্যুর হার এই উদ্ভাবনটি  অনেকটা কমিয়ে আনবে।’ এমনও হয় যে প্রতি পাঁচজনের মধ্যে চারজন কিছু দিনের মধ্যেই মারা যায় অগ্ন্যাশয়ে ক্যান্সারে ।

ডাক্তার ক্রিশ্চিয়ান আরও বলেন, ‘পদ্ধতিটি কার্যকর বলে নিশ্চিত হলে বছরে মাত্র একবার রক্ত পরীক্ষাতেই দেহে ক্যান্সারের অস্তিত্ব আছে কি না, তা নির্ণয় করা যাবে ।

ক্যান্সার সিক টেস্টকে ‘অভূতপূর্ব’ বলে প্রকাশ করেছেরন জার্নাল সায়েন্সে।

এই পরীক্ষার জন্য রোগীদের ৫০০ ডলারের মতো খরচ হবে। সূত্র : বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন: