ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আমেরিকার বড় বিপদ এখন চিন, রাশিয়া- পেন্টাগন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৮ ২২:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৮ ২২:৩৮

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সবচেয়ে বড় বিপদ এখন চিন আর রাশিয়া,মার্কিন প্রতিরক্ষার সদর দফতর পেন্টাগনের সাম্প্রতিক ‘স্ট্র্যাটেজি ডকুমেন্ট’-এ এ কথাই বলা হয়েছে।

পেন্টাগনের হালের সেই রিপোর্টের বক্তব্য, যত না খেসারত গুনতে হয়েছে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ চালাতে গিয়ে গত দু’দশক ধরে,    তার তুলনায় লাভ হয়েছে সামান্যই। ফলে, আগামী দিনে প্রতিরক্ষা খাতে ব্যয়বরাদ্দ আরও বাড়াতে হবে। যা নিয়ে ‘দীঘ দিনের অনীহা’ ছিল।

আমেরিকার আগামী দিনের বিদেশ নীতিতে পেন্টাগনের এই নবতম মূল্যায়নের ছাপ পড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের এটাও তাদের প্রশ্ন যে, পেন্টাগনের এই মূল্যায়ন মার্কিন ভোটাররা মেনে নেবেন কি না।

কারণ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়েই বেশি উদ্বেগ প্রকাশ করেছেন গত বছর একের পর এক মতামত সমীক্ষায় মার্কিন নাগরিকরাই। মার্কিন ভোটাররা জানিয়েছেন অর্থনীতি ও প্রতিরক্ষায় উত্তরোত্তর শক্তিশালী হয়ে ওঠা চিন আর কার্যত ‘সুপার পাওয়ার’ রাশিয়া তাঁদের ততটা ভাবাচ্ছে না।

 



আপনার মূল্যবান মতামত দিন: