ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে ট্রেনে কাঁটা পড়ে নিহত হকারের পরিবারের পাশে নীল সাগর গ্রুপ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৯

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাটে ট্রেন কাঁটা পড়ে নিহত বাকপ্রতিবন্ধী পত্রিকা বিক্রেতা আমিনুল ইসলামের পরিবারকে বাছুরসহ একটি গাভী ও নগদ ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন নীল সাগর গ্রুপ।

এছাড়া নিহতের স্কুল পড়–য়া সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ প্রতি মাসে চার হাজার টাকা দিবেন নীল সাগর গ্রুপ।

শুক্রবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাব চত্বরে নীল সাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন এর পক্ষ থেকে বাছুরসহ গাভীটি হস্তান্তর করা হয়।


এ সময় খোলা কাগজ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মনির হোসেন, রংপুর অফিস প্রধান সুশান্ত ভৌমিক ও লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ওই অসহায় পরিবারের কাছে গাভীটি হস্তান্তর করেন।


এছাড়া আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট প্রেসক্লাব সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সম্পাদক আহমেদুর রহমান মুকুল, প্রথম আলো প্রতিনিধি আব্দুর রব সুজন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, ডেইলি অবজারভার প্রতিনিধি মাহফুজ সাজু, পত্রিকা এজেন্ট সাজিদ আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী লালমনিরহাট রেল ষ্টেশনে পত্রিকা বিক্রির সময় বাক প্রতিবন্ধী আমিনুল ইসলাম ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: