odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

সিএমএইচে মাগুরায় নির্যাতিত শিশুর উন্নত চিকিৎসা চলছে : আইএসপিআর

odhikarpatra | প্রকাশিত: ১০ March ২০২৫ ২৩:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১০ March ২০২৫ ২৩:৩৮


সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাগুরায় নির্যাতিত শিশুটির উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন শিশুটিকে স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।

আইএসপিআর জানায়, 'গত ৮ মার্চ সন্ধ্যা ৬ টায় মাগুরায় নির্যাতিত আট বছর বয়সী শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন শিশু আইসিইউ, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়। ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। এই সময় তার রক্তচাপ ১২০/৭০ মিঃমিঃ (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬% পাওয়া যায়।'

ওই সময় শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রোগীর যথাযথ অবস্থার নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চিফ সার্জন জেনারেল, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ, সিনিয়র অবেদন বিদ্যা বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্ট এর সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পেটের সিটি স্ক্যান, বুক এবং মস্তিষ্ক, পেটের ইউএসজি, বুকের এক্স-রে এবং রক্তের প্রয়োজনীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয়। পরীক্ষায় শিশুটির নিউমোথ্রক্স (আরটি) এবং এবং এআরডিএস ও ডিফিউজ সেরিব্রাল এডিমা ধরা পড়ে। একই সাথে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।

বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে বলে আইএসপিআর জানায়। গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়।



আপনার মূল্যবান মতামত দিন: