
রাজধানীর মালিবাগ এলাকা থেকে দশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মো. মনির হোসেন (৪০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রোববার রাত পৌনে ১০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মালিবাগ মোড়ে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: