ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনির উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় ১৯ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা

odhikarpatra | প্রকাশিত: ৫ মে ২০২৫ ১৮:৩৮

odhikarpatra
প্রকাশিত: ৫ মে ২০২৫ ১৮:৩৮

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরে সোমবার ভোরে দুটি ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি এ তথ্য জানায়।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজা সিটি’র উত্তর-পশ্চিমে তিনটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলার পর আমাদের টিম ১৫ জন শহীদ ও ১০ জন আহতকে খুঁজে পেয়েছে।’

তিনি এএফপিকে বলেন, গাজা সিটি’র উত্তরে বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলায় অপর চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

১৮ মার্চ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় বিমান বোমা হামলা তীব্র এবং স্থল অভিযান বৃদ্ধি করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: