ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে যুদ্ধ বন্ধে 'বাধ্যতামূলক শান্তি চুক্তি' করার আহ্বান চীনের

odhikarpatra | প্রকাশিত: ১২ মে ২০২৫ ১৬:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১২ মে ২০২৫ ১৬:৫৫

সোমবার চীন ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য একটি ‘বাধ্যতামূলক শান্তি চুক্তির’ আহ্বান জানিয়েছে। কিয়েভ এবং তার মিত্ররা মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানানোর পর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার পর চীন এ আহ্বান জানায়।


বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে বলেন, ‘আমরা শান্তির জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি এবং আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান অব্যাহত রাখবে। বিবৃতিতে ‘সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি বাধ্যতামূলক শান্তি চুক্তির আহ্বান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: