
আইইবি’র প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান, এফ/৬১৯০ অদ্য ১২ই মে, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) তার মৃত্যুতে শোক প্রকাশ। আমাদের অধিকার পত্র নিউজ পোটালের ইনবক্সে এই ঘটনার কথা প্রকাশ করা জন্য নিচের লিখাটি পাঠানো হয়েছে যা হুবহু দেওয়া হলো ।
“আইইবি’র প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান, এফ/৬১৯০-এর অনাকাঙ্খিত মৃত্যু নিয়ে ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ দের ন্যাক্কারজনক এবং মিথ্যা অপপ্রচার প্রসঙ্গে”
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট মহোদয়ের আমন্ত্রণে আইইবি’র Extra-Ordinary General Meeting (EOGM) গত ১০ মে, ২০২৫ খ্রি. শনিবার বিকাল ০৩:০০ ঘটিকায় আইইবি মিলনায়তন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত EOGM-এ অংশগ্রহণের লক্ষ্যে আগত সম্মানিত প্রকৌশলীদের উপর ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ দের প্রত্যক্ষ অংশগ্রহণে বহিরাগত ১০০/১৫০ জন সন্ত্রাসী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যাক্কারজনক হামলা করে। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সম্মানিত প্রকৌশলীদের উপর ইট-পাটকেল, গরম পানিসহ কেটলী, মরিচের গুড়া ইত্যাদি ব্যবহার করে হামলা চালায়। এই ন্যাক্কারজনক হামলায় সম্মানিত প্রকৌশলী ও পুলিশসহ ১০/১২ জন গুরুতর আহতসহ অনেক প্রকৌশলী আহত হন। আইইবি সদর দফতর প্রাঙ্গণে এধরণের ন্যাক্কারজনক ঘটনা দেশের প্রকৌশলীদেরকে মর্মাহত করেছে।
ইতোমধ্যে আমরা জানতে পারি যে, আমাদের সহকর্মী আইইবি’র প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান, এফ/৬১৯০ অদ্য ১২ই মে, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাঁর মৃত্যু সনদ-এ মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে,
1. Causes of death:
a) Massive Hemorrhage
b) Pneumonia
c) Kidney injury
2. Other conditions contributing to death:
a) Hypertension
b) Diabetes
3. Other Medical data (Manner of death):
-If external cause or poisoning – Blank
অর্থাৎ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান, এফ/৬১৯০ এর মৃত্যুতে কোন External Injury নেই। আইইবি’র প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান, এফ/৬১৯০ এর মৃত্যুকে নিয়ে অপরাজনীতিকারী, মিথ্যা তথ্য প্রদানকারী এবং আইইবি ভাবমূর্তি ক্ষুন্নকারী ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ কে প্রকৌশলী সমাজ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইইবি কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
নিবেদক
আইইবি কর্তৃপক্ষ
সংযুক্তিঃ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান, এফ/৬১৯০ এর মৃত্যু সনদ।
আপনার মূল্যবান মতামত দিন: