odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর : বিচার বিভাগ

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৫ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৫ ২৩:৪৮

ইরান ও ইসরাইলের মধ্যে টানা দশম দিন ধরে চলমান সংঘাতের মধ্যেই ইরানের বিচার বিভাগ জানিয়েছে, রোববার ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর এএফপি’র।

ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট ‘মিজান’ জানিয়েছে, ফৌজদারি কার্যক্রমের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ডের সাজা দেন। পরে আজ সকালে অপরাধী মজিদ মোসায়েবিকে ফাঁসি দেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, তিনি মোসাদকে সংবেদনশীল তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন।

গত ১৩ জুন ইসরাইলের হামলার পর থেকে ইরানে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: