
মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের একযোগে কাজ করার আওয়ামী মহিলা শ্রমিক লীগের মহিলাকর্মীদের সামনে তিনি এ কথা বলেন।
আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’
এর আগে সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সংগঠনর পরলোকগত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মহিলা শ্রমিক লীগ সভাপতি রওশন জাহান সাথীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার আক্তার চৌধুরী, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বিউটি আক্তার এবং অন্যান্য জেলা ইউনিট নেতারা বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত দিন: