
রাজধানীতে জাল ভিসা, পাসপোর্ট ও ভিসা তৈরির সরঞ্জাদিসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাতে উত্তরা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জিয়াউল হক জুয়েল, মো. জাকারিয়া মাহামুদ, মো. মাহবুবুর রহমান ও মোঃ মামুন হোসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান আজ বাসসকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের হেফাজত হতে ১৪টি জাল সেনজেন ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্ট, ব্যাংকের জাল হিসাব বিবরণী এবং ভিসা প্রস্তুতের বিপুল পরিমাণ মেট স্টিকার পেপার, নর্থ সাইপ্রাসে প্রেরণের জন্য জাল ইনভাইটেশন, ব্যাংক গ্যারান্টি, জাল ডকুমেন্টস প্রস্তুতের জন্য কম্পিউটারের সিপিইউ, ১ টি মনিটর, স্ক্যানার ও প্রিন্টারসহ অন্যান্য এক্সেসরিজ উদ্ধার করা হয়।
দীর্ঘদিন যাবত জাল ভিসার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের হাতিয়ে নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে
আপনার মূল্যবান মতামত দিন: