ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
শেখ হাসিনা যেভাবে চাইবেন, সেভাবেই ছাত্রলীগের নেতৃত্ব হবে

ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনে অনুপ্রবেশকারী কেউ যেন নেতৃত্বে স্থান না পায়, সে বিষয়ে কঠোর যাচাই-বাচাই হচ্ছে : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ মে ২০১৮ ২১:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ মে ২০১৮ ২১:১৪

বৃহস্পতিবার (১০ মে) বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের 

ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের মতো দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনে এ ধরনের অনুপ্রবেশ কীভাবে সম্ভব, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ আসতে পারে। এ অভিযোগের সত্যতা নিয়ে আমরা খোঁজ নিয়েছি। এখনতো তার টার্ম ওভার হয়ে গেছে। ছাত্রলীগ তাকে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। তাই এবিষয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না।’

অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে যেসব কথা ও নালিশ রয়েছে, সে ব্যাপারে নেত্রীর নির্দেশে আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি। নেত্রী নিজেও একটা টিমকে দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে খতিয়ে দেখতে। নতুন নেতৃত্ব নির্বাচনে অনুপ্রবেশকারী কেউ যেন নেতৃত্বে স্থান না পায়, সে বিষয়ে কঠোর যাচাই-বাচাই হচ্ছে। সে জন্য আমরা কাজ করছি।’

অনুপ্রবেশে যারা সহযোগিতা করেছিল, তারা সুযোগ পেলেতো আবারও অনুপ্রবেশ করতে পারে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ছাত্রলীগের নেত্রী শেখ হাসিনা, আপনারা যে কথা বলছেন, সেটি তার নলেজে আছে। অভিযোগও এসেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। ছাত্রলীগ আমাদের সংগঠন। নেতৃত্ব যদি সঠিক না হয়, তাহলে আমরাই খাটো হবো জনগণের কাছে। সে বিষয়ে কি আমাদের খেয়াল নেই? যেহেতু এর সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা, তাই আমাদেরতো মাথাব্যথা আছে।’

তিনি বলেন, ‘দুটি সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৫ মে হওয়ার কথা ছিল।খুলনার কার্যক্রম যথারীতি চলছে। অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নিয়ে সংক্ষুব্ধ একজনের মামলায় নির্বাচন স্থগিত হয়েছিল। এ নিয়ে আপিল মামলার শুনানি শেষে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এখন নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব কমিশনের।’

‘আওয়ামী লীগ গাজীপুরের মতো খুলনার নির্বাচনও স্থগিতের পাঁয়তারা করছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘মামলার বিষয়ে দল-বেদল বলা যায় না। কারণ, যে লোকটি (গাজীপুরের) মামলাটি করেছিল, তার মামলার শুরুর দিকে শুনানিতে ছিলেন মওদুদ আহমদ। তিনিই নেতৃত্ব দিয়েছেন। এটাতো প্রমাণিত। গাজীপুর ও খুলনা সিটিতে আমাদের প্রার্থীর বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত আছি। আমরা পপুলার প্রার্থী মনোনয়ন দিয়েছি। আমাদের দুই প্রার্থীই ক্লিন ইমেজের। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের কোনও অভিযোগ নেই। আমরা জানি, আমাদের প্রার্থী জিতবে। তাই আমরা কেন মামলা করতে যাবো? গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়ার কারণে আমাদের নেতকর্মীদের মনে হতাশার ছায়া নেমে এসেছিল। তারা ভেঙে পড়েছিল। যেখানে নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছি, সেখানে কেন স্থগিত করতে যাবো। এর সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। এ উপলক্ষে আগামীকাল (শুক্রবার) সকালে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো।’

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য হাছান মাহমুদ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, রোকেয়া সুলতানা, অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: