ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

খুলনা সিটি নির্বাচন যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ মে ২০১৮ ১৬:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ মে ২০১৮ ১৬:৩৫

 

বুধবার (১৬ মে) রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এক সংবর্ধনা অনুষ্ঠানে 
খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেন, ‘বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটে তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হয়েছেন। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সবাই বলছে একটা ভালো নির্বাচন হয়েছে। শুধু বিএনপি এর বিরোধিতা করছে। এই দলের নামই হচ্ছে মানি না, মানবো না।’
সংবাদ সম্মেলন করে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো, আর বিদেশিদের কাছে নালিশ দেওয়া ছাড়া তাদের করার কিছু নাই বলেও তিনি এ সময় মন্তব্য করেন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খুলনা সিটি নির্বাচন যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জনগণের ভোট যারা প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়া আপিল বিভাগ থেকে জামিন পাওয়ায় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা যে স্বাধীন, আপিল বিভাগের জামিনের রায়ে তা আবারও প্রমাণিত হলো।’

তিনি বলেন, ‘আদালত সাজা দিয়েছে, আদালত জেলে পাঠিয়েছে, আদালতই তাকে জামিন দিয়েছে। সেখানে আমাদের বলার কিছু নাই। তবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থানের পরিবর্তন হবে না।’

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক রাশেদা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: